স্কুল ছুটি কতদিন রয়েছে এই বছরে? 2025 সালের আসন্ন ছুটির তালিকা দেখে নিন একনজরে

বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেই একঘেয়েমি জীবন থেকে একটুখানি মুক্তি পাওয়ার জন্য ছুটির জন্য অপেক্ষা করে থাকেন অধীর আগ্রহে। কর্মব্যস্ততা কাটিয়েই হোক কিংবা পড়ুয়াদের পড়াশোনার চাপ থেকে একটুখানি মুক্তি পাওয়ার জন্য ছুটির তালিকার দিকে চোখ চলে যায় সবার। এই মুহূর্তে সরকারি অফিসের কর্মচারী থেকে শুরু করে স্কুল,কলেজ পড়ুয়ারা দীর্ঘ পূজার ছুটি কাটিয়ে উঠেছে। সেপ্টেম্বর ও অক্টোবর মাসজুড়ে দুর্গো পূজো, লক্ষ্মীপূজো, দীপাবলি, ভাইফোঁটা ও ছট পূজা ছুটি সবেমাত্র শেষ হওয়ার পালা। এরপরই আবার পড়ুয়াদের ফিরতে হবে স্কুলে বইমুখী হতে। কিন্তু এখানেই ছুটির তালিকা শেষ নয়! সামনে আসতে চলেছে শীতকালীন ছুটি। শীতকালীন ছুটি বলতে অনেকেই পারিবারিক ভ্রমণ বা পিকনিকের জন্য প্ল্যান করে ফেলেন। আপনিও যদি শীতকালীন ছুটি কবে রয়েছে তার তালিকা দেখতে চান তাহলে এ প্রতিবেদনটি সম্পূর্ণ পড়লে আসন্ন ছুটির তালিকা সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। 

বছরের প্রত্যেকটি মাস জুড়ে বেশ অনেকগুলি ছুটি থাকে। বছরের শুরু থেকেই নববর্ষ ছুটি থেকে শুরু করে টানা গ্রীষ্মকালীন ছুটি কাটিয়ে থাকে পড়ুয়ারা। এরপরেই প্রত্যেক মাসে বিভিন্ন অনুষ্ঠানে উৎসব পার্বণের জন্য এক দু দিনের ছুটি পেয়ে থাকে। তবে টানা ছুটির মধ্যে তিনবারই ছুটি ঘোষণা হয়। একটি গ্রীষ্মকালীন ছুটি, পূজার ছুটি এবং শীতকালীন ছুটি। এই বছরের টানা ছুটির মধ্যে আর একটি পড়ে রয়েছে। নভেম্বর ও ডিসেম্বরের কোন কোন দিন ছুটি রয়েছে দেখে নেওয়া যাক তার একটি সম্পূর্ণ তালিকা :- 

  • ৫ নভেম্বর ( বুধবার) : গুরু নানক জয়ন্তী 
  • ২৪ নভেম্বর (সোমবার): তেগ বাহাদুর শহীদ দিবস 
  • ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) : বড়দিন 
  • ১ লা জানুয়ারি (বুধবার) : নববর্ষ

যদিও অনেক রাজ্য সরকারি এবং প্রাইভেট স্কুল ও কলেজে ২৩ ডিসেম্বর থেকে পহেলা জানুয়ারি পর্যন্ত টানা ছুটি দেওয়া থাকে। অনেকেই এই টানা সপ্তাহব্যাপী ছুটিতে পারিবারিক ভ্রমণের জন্য প্ল্যান করে থাকেন। শীতকাল মানেই ভ্রমন প্রিয় মানুষদের জন্য খুবই আরামদায়ক মাস। এছাড়াও শীতকাল বলতে পিকনিক বোঝায়। অনেক স্কুলের তরফ থেকেও স্টুডেন্টদের পিকনিকের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। এইজন্য পড়ুয়ারা সাথে শিক্ষক-শিক্ষিকাও অপেক্ষা করে থাকে শীতকালীন ছুটির জন্য। তবে রাজ্যের বিভিন্ন স্কুলে সপ্তাহব্যাপী ছুটি দেওয়া হবে কিনা সেটা নির্ভর করে কিছু ক্ষেত্রে নির্দিষ্ট স্কুলের নিয়মের ওপর। 

সমস্ত উৎসব পার্বণ কাটিয়ে এবার এই শীতকালীন ছুটি এবং ক্রিসমাস ও নববর্ষ ঘিরে পড়ুয়াদের মধ্যে ছুটির জন্য দিন গোনার অপেক্ষা আবার শুরু হতে চলেছে।

Join Group Join Group