বাড়িতে সোনা গয়না রাখার থেকে ব্যাংকের লকারে সোনা গয়না রাখা অনেকটাই সুরক্ষিত থাকে, এইজন্য বেশিরভাগ ব্যক্তি নিরাপত্তার স্বার্থে ব্যাংকের লকারকেই প্রথম পছন্দ করেন। কিন্তু আপনি জানেন কি, ১ লা নভেম্বর থেকে লকারে গয়না রাখার নিয়মে কিছু পরিবর্তন করা হচ্ছে। এই নিয়ম সম্পর্কে যদি আপনি অবগত না থাকেন তাহলে সমস্যায় পড়তে পারেন। এই প্রতিবেদনে নতুন নিয়ম সম্পর্কে বিস্তারিত আপডেট দেওয়া হলো। জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ যোগাযোগ সহকারে পড়ুন।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে মাঝেমধ্যেই ব্যাংকিং নিয়মে পরিবর্তন আনেন। এবার লকারে গয়না রাখার নিয়মে পরিবর্তন আনা হলো। এতদিন পর্যন্ত সাধারণত ব্যাংকের লক করে একজন নমিনির নামে গয়না রাখা যেত। এর ফলে কিছু সমস্যার সম্মুখীন হতেন পরিবারের লোকেরা। কারণ জরুরী পরিস্থিতিতে লকারের জিনিসপত্রের দাবি করতে পারতেন না পরিবারের অন্যান্যরা। সম্প্রতি অর্থ মন্ত্রক ব্যাংকিং সংশোধন আইন ২০২৫ এর অধীনে সংক্রান্ত বিষয়ে নতুন নিয়ম জারি করেছে। এই নতুন নিয়ম অনুযায়ী, বর্তমান সময় থেকে একজনের পরিবর্তে চারজন ব্যক্তির নামে নমিনি যোগ করা যাবে। পহেলা নভেম্বর থেকে এই নতুন নিয়ম কার্যকরী হবে।
নতুন নিয়মের উদ্দেশ্য:- ব্যাংকের লকার সিস্টেমের নতুন নিয়ম করার প্রধান উদ্দেশ্য হল ক্লেম সেটেলমেন্ট করা সহজতর করা। এছাড়া ব্যাংকের লকার সংক্রান্ত আইনের ঝামেলার জটিলতা কমানোর জন্য এই নতুন আইন কার্যকর করা হয়েছে। অনেক সময় মমিনীর মৃত্যুর পর অ্যাকাউন্ট হোল্ডার নমিনির ব্যক্তির পরিবর্তন করতে ভুলে যেতেন। এরফলে অনেক সমস্যায় পড়তে হতো। নতুন নিয়ম অনুযায়ী চারজন ব্যক্তির নামে নমিনি থাকার জন্য এ সমস্ত সমস্যার হাত থেকে রেহাই পাওয়া যাবে।
পুরনো নিয়মের সমস্যা:- আগের নিয়ম অনুযায়ী, যদি অ্যাকাউন্ট হোল্ডার ও নমিনি উভয় ব্যক্তির মৃত্যু হত, তাহলে পরিবারের অন্যান্য ব্যক্তিদের ব্যাংকে লকারে গচ্ছিত গয়না ফেরত পেতে অনেক ঝামেলায় পড়তে হতো। দীর্ঘ ডকুমেন্টেশন প্রক্রিয়া এবং অপেক্ষার পরে গচ্ছিত গয়না ফেরত পেতেন। নতুন নিয়ম হওয়ার ফলে এই সমস্ত ঝামেলা অনেকটাই কমবে।
চারজন নমিনি কিভাবে কাজ করবে:-
যে ব্যক্তি ব্যাংকের লকারে গয়না রাখবেন, তিনি আবেদনপত্র পূরণ করার সময় একসঙ্গে সিরিয়াল অনুযায়ী চারজন নমিনির নাম পরপর উল্লেখ করবেন। একমাত্র গ্রাহক ঠিক করতে পারবেন কোন নমিনীর পর কোন ব্যক্তি সক্রিয় হবেন। লোকালের গয়নার দাবি করার সময় ব্যাংক সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী ব্যক্তিদের পরপর নমিনি হিসেবে স্বীকৃতি দেবে।
লকার ও সেফ কাস্টডি-র ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর করা হবে। লকারের জন্য ব্যাংক কেবল সিরিয়াল ওয়াইজ মনোনয়নের অনুমতি দেবে। অর্থাৎ, উপরের জন জীবিত না থাকলে পরবর্তী মনোনীত ব্যক্তি সক্রিয় হবেন।
নতুন নিয়মের সুবিধা:- নতুন নিয়ম করার ফলে লকার সংক্রান্ত আইনি জটিলতা অনেকটাই কমে যাবে। এর ফলে গ্রাহকদের অনেক বড় সুবিধা হবে। একজন গ্রাহক তার সম্পত্তির উপর নিয়ন্ত্রণ রেখে একের অধিক ব্যক্তিকে মনোনীত করতে পারবেন নমিনি হিসেবে। যেকোনো প্রয়োজনে পরিবারের অন্যান্য ব্যক্তিরা গচ্ছিত সম্পদ পেতে সুবিধা হবে।
গ্রাহকদের কথা মাথায় রেখেই এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে, যেটি আগামী ১লা নভেম্বর ২০২৫ থেকে কার্যকরী হতে চলেছে। আশা করা যায়, এই নিয়ম পরিবর্তনের ফলে ব্যাংকের লকার সম্পর্কিত আইনি ঝামেলা ও জটিলতা অনেকটাই দূর হবে।