দিঘায় ঘর বুকিং নিয়মে ১৮ + না হলে একটা ভুলে বেড়াতে যাওয়ার আনন্দ মাটি হবে।

বর্তমানে কাছে-পিঠের থেকে অল্প সময়ের ছুটিতে ঘুরে আসার সব থেকে দর্শনীয় স্থান হল দিঘা। পরিবার নিয়ে হোক কিংবা বন্ধু-বান্ধব, কাছের প্রিয় জনকে নিয়ে একান্তে সময় কাটানোর জন্য দীঘা হচ্ছে সবথেকে কম খরচের মধ্যে ভালো জায়গা। যেখানে প্রকৃতির ও সমুদ্র একসাথে মিলেমিশে যায়। বছরের প্রায় প্রত্যেক মাসেই দিঘার সমুদ্র উপভোগ করার জন্য দিঘার হোটেলগুলো ৯০ শতাংশ বুকিং থাকে। এই হোটেল বুকিং এর জন্য বিশেষ কিছু নিয়ম রয়েছে, এবং প্রতিনিয়ত নিরাপত্তাকে আরো কঠোর করার জন্য নিয়ম-কানুন কিছু পরিবর্তন করা হয়েছে। আপনিও যদি শীঘ্রই দিঘায় ঘুরতে যাওয়ার জন্য ভেবে থাকেন তাহলে এই নিয়ম কানুন গুলো সম্পর্কে একটু অবগত হয়ে নেওয়া ভালো। 

অনেক সময় দিঘায় পর্যটকরা ঘুরতে গিয়ে হোটেল বুকিং করতে বিভিন্ন প্রতারকদের খপ্পরে পড়েন। দিঘায় প্রতিনিয়ত অপ্রীতিকর ও অসামাজিক কর্মকাণ্ড বিপুল পরিমাণে ঘটার জন্য প্রশাসনের তরফ থেকে দিঘার হোটেল বুকিং ক্ষেত্রে নিত্যনতুন পরিবর্তন আনা হচ্ছে। রাজ্য প্রশাসন দিঘাকে অপরাধমুক্ত এক সুন্দর পর্যটন কেন্দ্র হিসেবে রাখার লক্ষ্যমাত্রা নিয়েছেন। রাজ্য পুলিশের তরফ থেকে অতিথি নামক একটি পোর্টাল চালু করা হয়েছে, যার মাধ্যমে দিঘার হোটেল বুকিং করতে যে পর্যটকরা আসবেন, তাদের নামের নথি সেই অতিথি পোর্টালে অন্তর্ভুক্ত করে পাঠাতে হবে পুলিশ প্রশাসনকে। দিঘায় প্রত্যেকটি হোটেল কর্তৃপক্ষের তরফ থেকেই এই কাজটি করতে হবে। পর্যটকরা হোটেল বুকিং করার সঙ্গে সঙ্গে এই কাজটি করে ফেলতে হবে হোটেল কর্তৃপক্ষকে। এবং প্রত্যেক পর্যটক যখন হোটেল বুকিং করবেন তখন প্রত্যেকের আইডেন্টিটি প্রুভ দেখাতে হবে হোটেল কর্তৃপক্ষকে। 

 এছাড়াও দিঘাতে বিভিন্ন এজেন্ট ঘুরে বেড়ায়। অনেক সময় এই এজেন্ট এর মাধ্যমে পর্যটকরা প্রতারিত হয়। নতুন নিয়ম করা হয়েছে, প্রত্যেক হোটেল কর্তৃপক্ষের তরফ থেকে এজেন্টদের একটি করে আইডেন্টিটি কার্ড দেওয়া হবে। এই আইডেন্টিটি কার্ড দেখে পর্যটকরা সেই এজেন্টের মাধ্যমে হোটেল বুকিং করতে পারবেন। যে এজেন্টের আইডেন্টি কার্ড থাকবে না সে এজেন্ট ভুয়ো বলে ধরা হবে। কারণ এরকম একশ্রেণীর এজেন্টের মাধ্যমে যে রকম পর্যটকরা প্রতারিত হয়েছে তাতে হোটেল মালিকরাও সমস্যায় পড়ছেন, তাই এইরকম কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

আরোও পড়ুন:- আপনি কি দিঘা যাওয়ার প্ল্যান করছেন? এদিকে ট্রেনে উঠলেই চরম ভোগান্তির শিকার যাত্রীরা, কেনো এই সমস্যা

অন্যদিকে যদি কোন 18 বছরের কম ছেলে বা মেয়ে হোটেল বুকিং করতে চায়, তাহলে সেক্ষেত্রে সেই ১৮ বছরের কম ছেলে বা মেয়ের সাথে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি থাকতে হবে, নইলে ১৮ বছরের কম ছেলে বা মেয়েকে হোটেল বুকিং করার জন্য গ্রাহ্য করা হবে না।কোন কোন হোটেলে ২১ বছরের কম হলেও সেই ছেলে বা মেয়েকে হোটেল বুকিং এর জন্য এলাও করা হয় না।

যেহেতু দিঘায় পর্যটকদের ভিড় আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এবং অসামাজিক ক্রিয়া-কলাপ আরো বেড়ে চলেছে, তার জন্যই পুলিশ প্রশাসনের তরফে দিঘার হোটেল কর্তৃপক্ষগুলোকে কড়া নজরদারির ব্যবস্থা করতে বলা হয়েছে এবং যাতে কোন রকম প্রতারক বা অসামাজিক কার্যকলাপ না হয় সেদিকে খেয়াল রাখা হচ্ছে। 

বিশেষ করে পর্যটকদের যাতে কোনরকম সমস্যার মধ্যে না পড়তে হয়, যাতে নির্ঝঞ্ঝাটহীন ভাবে দীঘা সমুদ্রে ঘুরে বেড়ানোর অঙ্কুশ পায় সেই দিকেই লক্ষ্য পুলিশ প্রশাসনের।

Join Group Join Group