রয়েল এনফিল্ডের নতুন ২৫০সিসি বাইক শীঘ্রই লঞ্চ, জানুন সম্পূর্ণ তথ্য!

বর্তমানে তরুণদের এক নম্বর পছন্দের তালিকায় থাকে রয়েল এনফিল্ড। বাজারে চাহিদা অনুযায়ী কোম্পানি রয়েল এনফিল্ড এর বিভিন্ন মডেল বাজারে লঞ্চ করতে থাকে। সম্প্রতি লঞ্চ হতে চলেছে ২৫০ রয়েল এনফিল্ড ২৫০ সিসি। এই বাইকের সর্বোচ্চ গতিবেগ থাকবে ১৪৫কিমি/ঘন্টা। অর্থাৎ দুর্দান্ত মাইলেজ এছাড়া আরও অন্যান্য নতুন ফিচার যুক্ত এই বাইকটি আপনি পেয়ে যাবেন খুবই কম বাজেটের মধ্যে। আপনিও যদি রয়েল এনফিল্ড বাইক কেনার কথা চিন্তা ভাবনা করছেন, তাহলে নতুন লঞ্চ হয় এই বাইকটি সম্পর্কে বিস্তারিত আপডেট জানতে হলে প্রতিবেদনটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন। 

বর্তমানের রয়েল এনফিল্ড ক্রুজার বাইকগুলি তরুণদের বিশেষ পছন্দ হয়ে থাকে। কিন্তু অনেকটাই দাম উচ্চ থাকার জন্য অনেকের পক্ষে তাদের স্বপ্নের বাইক কেনা সম্ভব হয়ে ওঠেনা। এইজন্য কোম্পানি তরফ থেকে রয়েল এনফিল্ড এর একটি ক্লাসিক মডেল লঞ্চ করা হচ্ছে, যেটি আপনি আপনার সাধ্যের মধ্যে থাকতে চলেছে এছাড়া কম দাম হওয়া সত্ত্বেও উন্নত ফিচার এবং আধুনিক মডেলের মধ্যে আপনার স্বপ্নের বাইক পেয়ে যাবেন আপনি।

আসন্ন লঞ্চ হওয়া রয়্যাল এনফিল্ড ক্লাসিক ২৫০, বর্তমানের রয়েল এনফিল্ড ক্লাসিক ৩৫০ এর মতোই দেখতে হবে। 

বাইকটির বৈশিষ্ট্য:- রয়েল এনফিল্ড ক্লাসিক ২৫০ বাইকটিতে একটি বৃত্তাকার হেডলাইট, এলইডি সূচক এবং একটি অ্যানালগ স্পিডোমিটার থাকছে। পেশীবহুল বডি শেপ দেওয়া রয়েছে, যেটা বাইকটিতে একটা সাহসী লুক ক্রিয়েট করবে। বাইকটিতে পুরু অ্যালয় হুইল থাকবে, যার ফলে বাইকটির প্রতিটি কোণ থেকে এটিকে বুলেটের মতো দেখতে লাগবে। 

আরোও পড়ুন:- গরিবদের জন্য কম দামে মোবাইল ফোন নিয়ে এলো নোকিয়া। Nokia HMD Tuch 4G মোবাইল ফোন একেবারে কম দামে বাজারে লঞ্চ করল নোকিয়া

ব্রেকিং সিস্টেম:- এই বাইকটিতে ডিজিটাল ইন্সট্রুমেন্ট কন্ট্রোল সিস্টেম যুক্ত করা হবে, যার ফলে বাইকটি নিরাপত্তা প্রদান করবে রাইডারকে। বাইকটির সামনে এবং পিছনে ডিস্ক ব্রেক এবং এন্টি লক ব্রেকিং সিস্টেম এড করা হবে। এর ফলে অত্যন্ত ভিড় রাস্তাতেও খুব সহজেই বাইকটিকে ঘোরানো সম্ভব হবে। 

মাইলেজ পাওয়ার:– বাইকটি ৬০ কিমি মাইলেজ দেওয়ার ক্ষমতা রাখে অর্থাৎ সর্বোচ্চ গতিবেগ ১৪৫ কিমি/ঘন্টা। 

ইঞ্জিন:- বুলেটের মতো, এই রয়েল এনফিল্ড ক্লাসিক ২৫০ বাইকে ২৪৯ সিসি, সিঙ্গেল-সিলিন্ডার, লিকুইড-কুলড ইঞ্জিন ব্যবহার করা হবে। এরফলে বাইকটি ১৮ পিএস পর্যন্ত শক্তি এবং ২০ এনএম সর্বোচ্চ টর্ক উৎপন্ন করবে। এই ইঞ্জিনটি পাঁচ-গতির গিয়ারবক্সের সাথে যুক্ত করা হবে, যার ফলে শক্তিশালী কর্মক্ষমতা প্রদান করবে বাইকটি। 

মূল্য:-  মিডিয়া রিপোর্ট অনুসারে, এই ক্রুজার বাইকটি এই বছরের শেষ নাগাদ ভারতে লঞ্চ হতে চলেছে। এই ক্রুজার বাইকটির দাম হতে পারে ১.৬০ লক্ষ থেকে ১.৮০ লক্ষ টাকার মধ্যে। 

যদিও ২৫০ রয়েল এনফিল্ড লঞ্চ করার ব্যাপারে কোনরকম আনুষ্ঠানিক মন্তব্য এখনো করা হয়নি। তবে আশা করা যাচ্ছে, আর কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিক ভাবে লঞ্চের দিন প্রকাশ করা হবে। 

যে সমস্ত রাইডাররা বুলেটের মতন রয়েল এনফিল্ড ক্রয় করতে ইচ্ছুক, অথচ সহজলভ্য দামে একই উন্নত ফিচার সম্পন্ন রয়েল এনফিল্ড কিনতে চাইছেন তাদের জন্য একদম উপযুক্ত হতে চলেছে ২৫০ রয়েল এনফিল্ড মডেলের বাইকটি।

Join Group Join Group