সেঞ্চুরি করেই অবসর ঘোষণা রোহিতের? হিটম্যানের এই বিষয়ে কি বক্তব্য রয়েছে

সিডনিতে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডে ম্যাচে হিটম্যান রোহিত শর্মা এবং বিরাট কোহলি রানের বন্যা বইয়ে দুর্দান্ত ইনিংস তুলেছেন। এর আগেও অ্যাডিলেডে ম্যাচে হিটম্যান রোহিত শর্মা দারুন খেলেছিলেন। তৃতীয় ওয়ানডে ম্যাচে ১২৫ বলে ১২১ রানের ইনিংস করে নজির গড়েন তিনি। অন্যদিকে, দ্বিতীয় ওয়ানডে ম্যাচে শূন্য রান করার পর বিরাট কোহলি এই ম্যাচে দারুন ইনিংস দিয়ে শেষ করেছেন। তিনিও ৮১ বলে ৭৪ রান করেন। বলা যায়, ভারতীয় দলের এই দুই ক্যাপ্টেন দুর্দান্ত ইনিংস দিয়ে টিম ইন্ডিয়াকে জিতিয়ে মাঠ ছাড়েন। কিন্ত হিটম্যান ক্রিকেট প্রেমীদের কাছে দুঃখের বিষয়, দুর্দান্ত ইনিংস শেষ করে হিটম্যান ক্রিকেট থেকে অবসর নিয়ে কিছু মন্তব্য রাখেন।তাহলে কি এই ওয়ানডে ম্যাচ কি হতে চলেছে হিটম্যান এর খেলার জগতে শেষ ইনিংস?
এই মুহূর্তে ক্রিকেট জগতে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে! সিডনিতে শতরানের পরই কি অবসর গ্রহণ করবে রোহিত শর্মা? অবশেষে তিনি নিজেই এই সব জল্পনার অবসান ঘটালেন।
ম্যাচ শেষে রোহিতের বক্তব্য:-
তৃতীয় ওয়ানডে ম্যাচের শেষে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কিংবদন্তী উইকেটকিপার-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট, রোহিত শর্মার একটি সংক্ষিপ্ত সাক্ষাৎকার পর্ব চলে। এই সাক্ষাৎকারে রোহিতের অবসর গ্রহণ নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জবাব দেন যে, “এখনই তিনি অবসর গ্রহণ করছেন না। অস্ট্রেলিয়ায় ফের খেলতে আসব কি না, সেটা নিয়ে কোনও মন্তব্য করতে পারছি না। কিন্তু, এখানে খেলতে আমার খুব ভাল লাগে।”

অস্ট্রেলিয়ার খেলতে ভালোলাগার কারণও উল্লেখ করেন তিনি। তিনি জানান, অস্ট্রেলিয়া সমর্থকদের অকৃত্রিম ভালবাসা রয়েছে কোহলি এবং রোহিতের প্রতি, যেটা তাদেরও অস্ট্রেলিয়ায় খেলতে আসতে ভাললাগার একটি কারণ এবং অস্ট্রেলিয়া সমর্থকদের ধন্যবাদ জ্ঞাপন করলেন রোহিত।

যদিও বেশ কিছু দিন ধরেই রোহিত শর্মার অবসর নিয়ে জল্পনা তৈরি হয়েছিল, সেই জল্পনার অবসান ঘটলো অবশেষে রোহিত শর্মার নিজস্ব বক্তব্যে।

রোহিত বিরাট এর দুর্দান্ত ইনিংস:-

এই তৃতীয় ওয়ানডে সিরিজ ম্যাচে শুভমান গিল প্রথম দিকে ভালই খেলছিলেন। প্রথম উইকেটে তিনি শুভমান গিলের সঙ্গে ৬৯ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। এরপর গিল আউট হওয়ার পর মাঠে নামেন বিরাট কোহলি। কোহলি এবং রোহিত দুজনে মিলে দ্বিতীয় উইকেটে ১৬৮ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। রোহিত ও বিরাট টিম ইন্ডিয়াকে জিতিয়ে রেকর্ড গড়ে তোলেন।

একদিকে, ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক রান করে বিরাট কোহলি কুমার সঙ্গকারাকে টপকে দ্বিতীয় স্থান অধিকার করে নিলেন। অন্যদিকে, এই তৃতীয় ওয়ানডে ম্যাচের সিরিজে হিটম্যান একমাত্র ব্যাটার, যিনি ২০০-র বেশি রান করে নজির গড়েছেন। রোহিত এই সিরিজে মোট ২০২ রান করেছেন। প্রাক্তন ভারত অধিনায়কের এই নজরকাড়া পারফরমেন্সের জন্য তাকে ম্যান অফ দ্য সিরিজ পুরস্কারে অভিহিত করা হবে।

Join Group Join Group