প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ২১ তম কিস্তির টাকা কবে পেতে চলেছে কৃষকরা? জেনে নিন বিস্তারিত।

প্রধানমন্ত্রী দেশের মানুষের জন্য যে সকল উদ্যোগ মূলক কর্মসূচি গ্রহণ করেছেন তার মধ্যে কৃষকদের জন্য জনপ্রিয় একটি প্রকল্প হল প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা। এই প্রকল্পের ২০তম কিস্তির টাকা অলরেডি পেয়ে গিয়েছেন দেশের কৃষকরা। এই মুহূর্তে ২১তম কিস্তির টাকা পাওয়ার জন্য অপেক্ষা করে রয়েছেন তারা।  এই কিস্তির টাকা ব্যাংক একাউন্টে কবে ঢুকবে সে বিষয়ে কিছুটা চিন্তায় রয়েছেন কৃষকরা। আজকের এই প্রতিবেদনে ২১ তম কিস্তির অনুদান কবে ঢুকবে, কিভাবে স্ট্যাটাস চেক করবেন এছাড়া আরও অন্যান্য তথ্য বিস্তারিত জানার জন্য প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন। 

দেশের কোটি কোটি কৃষকদের আর্থিক সহায়তা পূরণের জন্য, কৃষি যন্ত্রপাতি কেনার জন্য এবং উন্নতমানের কীটনাশক ও চাষবাস পদ্ধতি এপ্লাই করার জন্য কৃষকদের কিষান সম্মান নিধি যোজনা মাধ্যমে আর্থিক অনুদান দেওয়া হয়। একজন কৃষককে বছরে ৬০০০  টাকা দেওয়া হয়। তিনটি কিস্তিতে এই ৬০০০ টাকা প্রদান করা হয় কৃষকদের নিজস্ব ব্যাংক একাউন্টে। প্রত্যেক কিস্তিতে ২০০০ টাকা করে পেয়ে থাকেন কৃষকরা। 

২১ তম কিস্তির অনুদান কবে নাগাদ পেতে পারে কৃষকরা

একটি কিস্তি দেওয়ার পরে চার মাস পরে দ্বিতীয় কিস্তি দেওয়া হয়। কেন্দ্রীয় সরকার ২০তম কিস্তির টাকা আগস্ট ২০২৫-এ কৃষকদের ব্যাংক একাউন্টে প্রদান করেছিলেন। সেই অনুযায়ী চার মাস পর হলে অক্টোবর-নভেম্বর মাস নাগাদ কৃষকদের ব্যাংক একাউন্টের ২১ তম কিস্তির টাকা ঢুকে যাবে বলেই অনুমান করা হচ্ছে। 

ই-কেওয়াইসি না করলে আপনার ব্যাংক একাউন্টে টাকা ঢুকবে না। এজন্য প্রত্যেক কিষাণ সম্মাননীতি যোজনার উপভোক্তাদের e-KYC আপডেট করতে হবে। 

আরোও পড়ুন:- ইন্ডিয়া কোস্ট গার্ডের জন্য আবেদন শুরু, জেনে নিন আবেদন পদ্ধতি সহ অন্যান্য তথ্য

ইকেওয়াইসি আপডেট করার নিয়ম:- 

উপভোক্তাদের কিষান সম্মান নিধি যোজনা অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in-এ গিয়ে Aadhaar OTP দিয়ে e-KYC করতে হবে। আপনি নিজেই বাড়িতে বসে কম্পিউটারের মাধ্যমে করতে পারেন এছাড়া আপনার নিকটস্থ csc কেন্দ্রের এটি করতে পারেন। 

আপনার অনুদানের টাকার স্ট্যাটাস কিভাবে চেক করবেন:- 

এই প্রকল্পের উপভোক্তাদের pmkisan.gov.in এই ওয়েবসাইটে গিয়ে  Farmers Corner অংশে প্রবেশ করতে হবে। এরপর “Beneficiary Status” অপশন সিলেক্ট করে আধার বা ব্যাংক নম্বর দিতে হবে। এরপর “Get Data” অপশনে ক্লিক করলেই আপনি আপনার অনুদানের টাকা স্ট্যাটাস দেখতে পাবেন।

আপনি যদি কেন্দ্রীয় সরকারের  কিষান সম্মান নিধি যোজনার একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যেই ২১তম কিস্তির টাকা আপনার ব্যাংক একাউন্টে পেয়ে যাবেন, তবে ই-কেওয়াইসি আপডেট করে রাখা খুব জরুরী। 

যদি আপনি একজন কৃষক হয়েও এখনো পর্যন্ত এই প্রকল্পের সুবিধা ভোগ করেননি, তাহলে জেনে নিন এই প্রকল্পে আবেদন করতে হলে কোন যোগ্যতা পূরণ করতে হবে আপনাকে এবং কিভাবে আবেদন করবেন:- 

১) এই প্রকল্পের সুবিধা পেতে হলে আপনাকে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক হতে হবে। আপনার কৃষি জমির পরিমাণ ২ হেক্টর বা তার কম থাকতে হবে। 

২) যাদের নামের চাষযোগ্য জমির মালিকানা রেকর্ড করা রয়েছে একমাত্র তারাই এই প্রকল্পের আওতাভুক্ত হতে পারবেন। 

আবেদন পদ্ধতি:- আপনি অফলাইন এবং অনলাইন দুই রকম পদ্ধতিতেই আবেদন করতে পারবেন। 

অনলাইন:- অনলাইন পদ্ধতিতে আপনাকে সর্বপ্রথম PM-KISAN-এর অফিসিয়াল ওয়েবসাইটে https://pmkisan.gov.in এই লিংকে প্রবেশ করতে হবে। এরপর নিউ ফার্মার রেজিস্ট্রেশন অপশনটি নির্বাচন করতে হবে। এর পরবর্তী ধাপে আপনার প্রয়োজনীয় তথ্য প্রদান করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদন করার পর আপনি একটি একনলেজমেন্ট নাম্বার পাবেন সেটি যত্ন করে রেখে দেবেন। 

আপনার আবেদন গ্রান্টেড হলে আপনি এই প্রকল্পের আওতাভুক্ত হবেন এবং এই প্রকল্পের সুবিধা ভোগ করতে পারবেন। 

অফলাইন:- অফলাইন পদ্ধতিতে আবেদন করতে হলে আপনার নিকটবর্তী সিএসসি কেন্দ্রে প্রয়োজনীয় ডকুমেন্ট সহযোগে গিয়ে সিএসসি কেন্দ্র থেকে দেওয়া আবেদনপত্র পূরণ করে সেখানে জমা দিতে হবে। 

প্রয়োজনীয় ডকুমেন্ট:- আধার কার্ড/ভোটার আইডি/পাসপোর্ট, ঠিকানার প্রমাণ এবং জমির মালিকানার প্রমাণপত্র, ছবি। 

আপনি যদি একজন ক্ষুদ্র বা প্রান্তিক কৃষক হয়ে থাকেন এবং আপনার নামে জমি মালিক না থাকে তাহলে অবশ্যই প্রধানমন্ত্রী যোজনা প্রকল্পের সুবিধা গ্রহণ করুন। আর যদি আপনি একজন এ প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন তাহলে ২১তম কিস্তির টাকা পাওয়ার জন্য বেশি দিন অপেক্ষা করতে হবে না। অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে আপনার নিজস্ব ব্যাংক একাউন্টে আপনি ২১তম কিস্তির টাকা পেয়ে যাবেন।

Join Group Join Group