আপনি যতটা পরিমাণ অর্থ উপার্জন করেন, তার থেকে কিছুটা অংশ ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখাটাই বুদ্ধিমত্তার পরিচয়। এজন্য প্রত্যেকটি ব্যক্তি তার উপার্জনের কিছুটা অংশ কোন একটি আর্থিক প্রতিষ্ঠানে বা ব্যাংকে সঞ্চয় করে থাকেন। বর্তমানে ফিক্স ডিপোজিট খুবই জনপ্রিয় হয়ে উঠেছে বিনিয়োগকারীদের কাছে। এর কারণ ফিক্সড ডিপোজিটে সুদের পরিমাণ অনেক বেশি থাকে, এছাড়া এতে নিশ্চিত গ্যারান্টি পাওয়া যায়। কোন আর্থিক প্রতিষ্ঠানই বা ব্যাংকে আপনার অর্থ বিনিয়োগ করার সময় সবথেকে আগে যে দুটো জিনিসের ওপর ফোকাস করতে হয় তা হল, এছাড়া সেই প্রতিষ্ঠান আপনাকে নিশ্চিত গ্যারান্টি দিচ্ছে কিনা। বেশিরভাগ ব্যক্তি অর্থ বিনিয়োগ করার ক্ষেত্রে ফিক্সড ডিপোজিট এবং পিপিএফ এর ওপর বেশি নির্ভর করে থাকে।
আমরা সকলেই জানি, প্রতি তিন মাস অন্তর ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের ক্ষেত্রে সুদের হার পর্যালোচনা করে কেন্দ্রীয় সরকার। এই সুদের হার পর্যালোচনা করে সুদের হার কমানো হবে, নাকি বাড়ানো হবে সেটা নির্ধারণ করা হয়। এই সুদের হার অনুযায়ী বিনিয়োগকারীদের সুর দেওয়া হয়। বর্তমানে উৎসবের মরশুম চলছে। RBI আর্থিক নীতি পর্যালোচনায় সুদের হার কমিয়েছে। কিন্তু সুদের হার কমানো হলেও সুদের হার একই থাকল। এর ফলে ক্ষুদ্র সঞ্চয় কোন প্রভাব তেমন পড়েনি।
অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকের জন্য ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। অতিসম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক (RBI) রেপো রেট ১০০ বেসিস পয়েন্ট কমানো সত্ত্বেও সাধারণ সঞ্চয়কারীদের কোনও লাভ হল না। একই রকম অর্থাৎ আগের মতনই সুদের হার রয়েছে।
আরোও পড়ুন:- বিয়ার খেলে আমাদের শরীরে কি প্রভাব তৈরি হতে পারে?
গত ৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার অর্থ মন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, সমস্ত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকের মতো অপরিবর্তিত থাকবে। এর অর্থ হল পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ), সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (এসসিএসএস) এবং সুকন্যা সমৃদ্ধি যোজনার (এসএসওয়াই) মতো জনপ্রিয় প্রকল্পগুলির সুদের হারে কোনও পরিবর্তন করা হয়নি। আগের মতই বিনিয়োগকারীরা একই সুদের হারে রিটার্ন পাবেন।
কোন স্কিমে কত সুদ দেওয়া হচ্ছে :-
পিপিএফ | ৭.১% |
এসসিএসএস | ৮.২% |
সুকন্যা সমৃদ্ধি যোজনা | ৮.২% |
এনএসসি | ৭.৭% |
কিষাণ বিকাশ পত্র | ৭.৫% |
ডাকঘর এমআইএস | ৭.৪% |
১ বছরের স্থায়ী আমানত | ৬.৯% |
২ বছরের এফডি | ৭.০% |
৩ বছরের এফডি | ৭.১% |
৫ বছরের এফডি | ৭.৫% |
৫ বছরের রেকারিং আমানত | ৬.৭% |
পিপিএফ বা ফিক্সড ডিপোজিট স্কিম এগুলো খুবই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ব্যক্তিরা মূল বিনিয়োগকারী হয়ে থাকে এই প্রকল্পগুলোর। ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প গুলো ভারতের আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস। এছাড়াও ক্ষুদ্রতন্ত্র প্রকল্প গুলিতে টাকা বিনিয়োগ করলে কোন রকম ঝুঁকি থাকে না। নিশ্চিত গ্যারান্টি সহ লাভজনক রিটার্ন পাওয়া যায়। এজন্য মধ্যবিত্ত নিম্নবিত্তদের কাছে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেন্দ্রীয় সরকার ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলোতে ত্রৈমাসিক সুদের হার নির্ধারণের পর সুদের হার বাড়বে না বলেই মনে করা হয়েছিল, সেই অনুযায়ী সুদের হার না বাড়লেও, সুদের হার কমেওনি। আগের মত নেই একই সুদের হারে বিনিয়োগকারীরা সুদের অংশ রিটার্ন পাবেন।