গরিবদের জন্য কম দামে মোবাইল ফোন নিয়ে এলো নোকিয়া। Nokia HMD Tuch 4G মোবাইল ফোন একেবারে কম দামে বাজারে লঞ্চ করল নোকিয়া

আটই অক্টোবর থেকে অলরেডি শুরু হয়ে গিয়েছে amazon great indian festival সেল এই ইভেন্টে ভালো ভালো মোবাইল ফোনগুলি পেয়ে যাবেন আপনাদের শ্রাদ্ধ মত। এই ইভেন্টে যে সমস্ত ক্রেতারা মোবাইল সংগ্রহ করবে তারা বেশ ডিসকাউন্ট সহ মোবাইল ফোন পেয়ে যাবেন নোকিয়া vivo oppo লাভা ও আপেল গুলো আপনারা একেবারে কম দামে পেয়ে যাবেন। তবে আজকের এই প্রতিবেদনে যে মোবাইল ফোন তিনি আলোচনা করব সেটি হল Nokia HMD Tuch 4G। 

অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান festival ছেলে বেস্ট ডিসকাউন্ট সহ এই নোকিয়া মোবাইল ফোনটি পাওয়া যাবে। অনলাইনে এই মোবাইল ফোনটি amazon থেকে সংগ্রহ করতে গেলে আপনারা পাবেন মাত্র ৩,৯৯৯/- টাকায়। Nokia ফোন নির্মাতা ভারতে এই নতুন ফোনটি নির্মাণ করেছে। Nokia HMD Tuch 4G মোবাইল ফোনটিতে আপনারা পাবেন 3.2 ইঞ্চির টাচ স্কিন এবং কোনটিতে সামনে এবং পিছনে উভয় ক্যামেরা রয়েছে। টাচ স্ক্রিন আপনাকে পুরাতন নোকিয়া ফোনের কথা মনে করিয়ে দেবে।

স্পিসিফিকেশনঃ এই মোবাইল ফোনটি Unisoc T127 প্রসেসর দ্বারা চালিত 3.2 টাচ স্কিন ডিসপ্লে সঙ্গে থাকবে 64MB RAM ও 128 MB স্টরেজ। এই মোবাইল ফোনটিতে আলাদা করে মাইক্রো এসডি কার্ড দ্বারা ভিডিও ফটো সম্প্রসারণ করার ফিচারস রয়েছে। এই মোবাইল ফোনটিতে আপনারা দুর্দান্ত পিকচার কোয়ালিটি সহ ভিডিও স্ট্রিম ও অডিও রেকর্ড করতে পারবেন সেইসঙ্গে আলাদা স্টোরেজ রাখায় আপনার পার্সোনাল ফটোগুলি কে নির্দিষ্ট জায়গায় সেভ করে রাখতে পারবেন। 

আরোও পড়ুন:- দারুন বিনিয়োগ প্রকল্প, ১৫ বছরে ২৫০ টাকা করে জমিয়েই ২৫ লাখ টাকা লাভ। জানুন এই সরকারি প্রকল্প সম্পর্কে

হ্যান্ডসেটটিতে যুক্ত হয়েছে একটি কুইক কল বোতাম, যার মাধ্যমে ব্যবহারকারী সহজেই ভয়েস মেসেজ রেকর্ড ও পাঠাতে পারবেন। পাওয়ার সেকশনে রয়েছে টাইপ-সি চার্জিং পোর্টসহ ১৯৫০ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে প্রায় ৩০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম বলে কোম্পানির দাবি।

নতুন HMD Touch 4G মডেলটি বাজারে এসেছে দুটি আকর্ষণীয় রঙে — সায়ান (Cyan) এবং ডার্ক ব্লু (Dark Blue)। ডিজাইন ও ফিচারের সমন্বয়ে এটি ব্যবহারকারীদের জন্য এক আধুনিক অথচ সহজ-ব্যবহারযোগ্য ফিচার ফোন অভিজ্ঞতা দিতে সক্ষম বলে সংস্থাটি জানিয়েছে।

Nokia HMD Tuch 4G মোবাইল ফোনটির দাম কত ?

ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ₹৩,৯৯৯, যা এই ক্যাটাগরিতে বেশ প্রতিযোগিতামূলক বলে ধরা হচ্ছে। ক্রেতারা চাইলে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট HMD.com-এর মাধ্যমে সরাসরি এই হ্যান্ডসেটটি কিনতে পারবেন। এছাড়াও, এটি শীঘ্রই বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মঅফলাইন খুচরা দোকানগুলোতেও পাওয়া যাবে।

উল্লেখযোগ্যভাবে, HMD Global দীর্ঘদিন ধরেই Nokia ব্র্যান্ডের ঐতিহ্য ও বিশ্বাসযোগ্যতা পুনরুজ্জীবিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে। যদিও কোম্পানিটি এখনও সেই পুরোনো Nokia যুগের জনপ্রিয়তা পুরোপুরি ফিরিয়ে আনতে পারেনি, তবু HMD Touch 4G–এর মাধ্যমে তারা নতুন করে বাজারে নিজেদের অবস্থান মজবুত করার আশা দেখছে।

Join Group Join Group