বর্তমান সময়ে একটি ফোন কয়েক বছর ব্যবহার করার পরেই প্রত্যেকেই নিত্য নতুন মডেল ও আরও উন্নত ফিচারস সম্পন্ন মোবাইল ফোন ক্রয় করার কথা ভাবেন। গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখেও মোবাইল কোম্পানিগুলো নিত্য নতুন মডেল লঞ্চ করছেন। এই মুহূর্তে ভারতে লঞ্চ হতে চলেছে লাভা অগ্নি সিরিজের নতুন মডেল। আপনিও কি এই ফোনটি ক্রয় করতে ইচ্ছুক রয়েছেন? তাহলে এই ফোনের মধ্যে নতুন কি কি ফিচারস যুক্ত করা হয়েছে? কত দাম রয়েছে? এই সমস্ত বিষয়ে আপডেট পেতে প্রতিবেদন সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন।
লাভা অগ্নি ৩ লঞ্চ হয়েছে গত বছর। যেহেতু গ্রাহকদের মধ্যে দেশীয় সংস্থার তৈরি ফোন কেনার ঝোঁক বৃদ্ধি পাচ্ছে, তাই ভারতীয় কোম্পানিগুলো চাহিদার কথা মাথায় রেখে নিত্য নতুন মডেল বাজারে লঞ্চ করতে চলেছে। নভেম্বরে আসতে চলেছে লাভার অগ্নি ৪ মডেল।
ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ওয়েবসাইটে এই ফোনটিকে প্রথম দেখা গিয়েছে। এর থেকে অনুমান করা হচ্ছে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে অগ্নি ৪ মডেল। তবে এখনো পর্যন্ত নির্দিষ্ট ডেট দেওয়া হয়নি। তবে আশা করা যায়, নভেম্বরের মধ্যেই ফোনটি লঞ্চ হবে।
নতুন কি কি ফিচারস থাকছে:-
শোনা যাচ্ছে, লাভা অগ্নি ৪ ফোনে আরো অনেক উন্নত মানের ফিচারস যুক্ত করা হয়েছে, যার বলে ফোনটিকে অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনের থেকে আলাদা করেছে। এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮৩৫০ চিপসেট যুক্ত করা হয়েছে।
আরোও পড়ুন:- স্মার্টফোনের জগতে আরো একটি বিরাট ধামাকা নিয়ে এলো IPhone 17Pro Max
ব্যাটারি:- এই ফোনে ৭০০০ এমএএইচ ব্যাটারির সাপোর্ট করা আছে। যার ফলে একবার ফুল চার্জ দিলে অনেকক্ষণ পর্যন্ত ইউজ করতে পারবেন ব্যবহারকারীরা।
ক্যামেরা:- এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ যুক্ত করা আছে। ফোনের ব্যাক প্যানেলে লম্বালম্বি ভাবে সাজানো থাকবে pill shaped রেয়ার ক্যামেরা মডিউল। ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকতে পারে। অর্থাৎ একদম উজ্জ্বল চকচকে ছবি তোলার ক্ষমতা রাখবে এই ক্যামেরা।
ডিসপ্লে:- ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে চলেছে। অর্থাৎ অনেক বড় ডিসপ্লে পাবেন ব্যবহারকারীরা। ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে এই স্ক্রিনে। অর্থাৎ যেকোন ভিডিও এত স্পষ্ট ও উজ্জ্বল দেখতে পাবেন।
রং:- লাভা অগ্নি ৪ ফোন কালো রংয়ের লঞ্চ হতে চলেছে।
দাম:- এত কিছু সুযোগ সুবিধা থাকার পরেও এই ফোনের দাম রাখা হয়েছে সম্পূর্ণ আপনার বাজেটের মধ্যে। ২৫ হাজার টাকার কাছাকাছি থাকতে চলেছে এই ফোনের দাম।
লাভা কোম্পানি আরো একটি নতুন ফোন লঞ্চ করতে চলেছেন কিছু মাসের মধ্যে। সেটি হলো লাভা বোল্ড এন১ মডেল। এই ফোনের মধ্যেও কিছু নতুন ফিচারস যুক্ত করা হয়েছে। এই ফোনে লাইট ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস অ্যাড করা হয়েছে। যার ফলে ফোন ধুলো ও জলে সহজে নষ্ট হবে না।
৫০০০ এমএএইচের ব্যাটারি এবং ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকতে চলেছে এই ফোনে। ইউএসবি টাইপ-সি পোর্টের সাহায্যে ফোনে চার্জ দেওয়ার সুযোগ রয়েছে। এরফলে একবার ফুল চার্জে অনেকক্ষণ পর্যন্ত ব্যবহার করার সুযোগ পাবেন।
এটি একটি ৪জি ফোন। এখানে ৪জি এলইটি, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস এইসব কানেক্টিভিটি ফিচারের সাপোর্ট থাকবে এই ফোনে। তবে এখনো পর্যন্ত এই ফোন কবে লঞ্চ হতে চলেছে বা সম্ভ্রম্য মূল্য কত সে সমস্ত ব্যাপারে কোন আপডেট পাওয়া যায়নি।