IPhone 17 সৃজের অপেক্ষায় ছিল গোটা দুনিয়া অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে অ্যাপেল এবার নতুন করে মার্কেটে লঞ্চ করে দিল এই স্মার্টফোনটি। অ্যাপেলের AWE Dropping ইভেন্ট লঞ্চ হয়েছে, স্ট্যান্ডার্ড Iphone 17 বা আল্ট্রা স্লিম আইফোন এয়ার এর উপস্থিতির মধ্যে iphone 17 pro ইতিমধ্যে নিজের আকর্ষণ সকলকে কেড়ে নিল। এই বিষয়ে অবাক হওয়ার জন্য কোন তেমন কারণ নেই কারণ অনেক বছর পর অ্যাপেল তাদের পুরাতন পুরো মডেল ডিজাইন কে পরিবর্তন করল।
Iphone 17 পুরো সিরিজ কোম্পানির প্রথম মডেল যার পিছনের তিনটি ক্যামেরায় 48 মেগাপিক্সেল। ফোনটি যাতে বেশি গরম না হয়ে যায় এর জন্য এই ফোনটিতে রয়েছে ডেপার চেয়ার কুলিং সিস্টেম এছাড়াও এই ফোনটিতে আপনারা পাবেন 5000mah এর বেশি ক্ষমতা সম্পন্ন ব্যাটারি, যা আপনার মোবাইলটিকে বেশিক্ষণ ধরে চার্জ ধরে রাখার ক্ষমতা বজায় রাখবে।
ভারতের বাজারে আইফোন সেভেনটিন প্রো ম্যাক্স ফোনটির দাম, IPhone 17Pro Max মোবাইল ফোনটির ভারতীয় বাজারে মূল্য কত
Iphone 17 pro এবং আইফোন সেভেন প্রো ম্যাক্স যথাক্রমে ভারতীয় বাজারে এর দাম 1,34,900/- টাকা ও 1,49,900/- টাকাতে লঞ্চ হয়েছে এই মোবাইল ফোনটিতে আপনারা পাবেন ২৫৬ জিবি স্টোরেজ। আইফোন সিরিজের সাধারণ দোষ রাখা হয় ১২৮ জিবি আর এই সিরিজে যা ২৫৬ জিবি রাখা হয়েছে। এই ফ্রিজের ফোনটিতে কসমিক এরেঞ্জ দ্বীপ ব্লু ও সিলভার কালার অপশনে পাওয়া যাবে অগ্রিম অর্ডার ১২ ই সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে ডেলিভারি পাওয়া যাবে উনিশ সেপ্টেম্বর থেকে।
আরোও পড়ুন:- আধার কেন্দ্রে চাকরির সুযোগ, ন্যূনতম পাশে আবেদন করুন এই পদ্ধতিতে!
Iphone 17 pro Max Feature
Iphone 7 pro এবং iphone 7 pro ম্যাক্স যতক্রমে দুই সিরিজেরই উচ্চতা 6.3 ইঞ্চি ও 6.9 ইঞ্চি ডিসপ্লে নিয়ে মার্কেটে এসেছে। এই দুই মডেলে আপনারা তিন হাজার নেট পিক ব্রাইটনেস এবং ১২০ হার্ড এডাপিড রিফ্রেশ রেট সহ ltpo সুপার রেটিনা xdroled ডিসপ্লে দেয়া হয়েছে। ফোনটি হবে অত্যন্ত ফাস্ট ও গেম খেলার জন্য বিশেষ উপযোগী বিশিষ্ট এই ফোনটি তারাই পছন্দ করবে যারা দীর্ঘ সময় ধরে মোবাইলে গেম খেলতে পছন্দ করেন আর বর্তমান যুগে মোবাইল কেনা হয় গেমের উপর ও ক্যামেরার উপর নির্ভর করে যেহেতু এই মোবাইল ফোনটির স্টোরেজ ক্ষমতা অনেকটাই বেশি তাই আপনারা এই ফোনটিকে অনেক কাজে ব্যবহার করতে পারবেন পুরনো ফিচার্স গুলির ক্ষেত্রে।