বর্তমানে প্রত্যেকটি ব্যক্তি এমন একটি প্রতিষ্ঠানের বিনিয়োগ করতে পছন্দ করছেন যেখান থেকে ম্যাচুরিটি শেষে মোটা অংকের লাভজনক রিটার্ন পাওয়া যায়। বেশিরভাগ ব্যক্তি বিনিয়োগ করার ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানকেই নির্ভর করতে পছন্দ করেন। আজকে এমন একটি সরকারি বিনিয়োগ প্রকল্প সম্পর্কে আপনাদেরকে জানাতে চলেছি, যেই প্রকল্পে আপনি ১৫ বছর ধরে ২৫০ টাকা করে যদি জমান, তাহলে মেয়াদ শেষে আপনি হাতে পাবেন ২৫ লাখ টাকা। এমন সুবর্ণ সুযোগ কোন সরকারি প্রকল্পে দেওয়া হচ্ছে? জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ে ফেলুন।
সব সময় বিনিয়োগের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হয় যে জায়গায় খুব কম সময় ভালো রিটার্ন পাওয়া যায় এবং যেখানে সুদের পরিমাণ অনেকটাই, এমন ক্ষেত্রে বিনিয়োগ করা সব থেকে বুদ্ধিমানের কাজ। বিশেষ করে আর্থিক নিরাপত্তা ও বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসাবে যে সমস্ত সরকারি বিনিয়োগ প্রকল্প গুলো রয়েছে সেখানেই বিনিয়োগ করা উচিত। ভরসাযোগ্য এবং বিশ্বস্ত আর্থিক প্রতিষ্ঠান বলতে সবার প্রথমে যে নামটি মাথায় আসে সেটা হল পোস্ট অফিস। বর্তমানে পোস্ট অফিস বিভিন্ন প্রকার বিনিয়োগ স্কিম চালু করেছেন। ব্যাংকের থেকেও বেশি সুদ দেওয়া হয়ে থাকে সমস্ত বিনিয়োগ স্কিমে। শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত বিভিন্ন বয়সের জন্য নানারকম স্কিম চালু করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের অধীনে পোস্ট অফিস যেহেতু বিশ্বস্ত নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান তাই এই প্রতিষ্ঠানে বিনিয়োগ করলে আপনি সম্পূর্ণ নিশ্চিন্ত থাকতে পারবেন রিটার্ন নিয়ে।
আপনি যদি বিনিয়োগ শেষে একটা মোটা লাভজনক অংক হাতে পেতে চান তাহলে সব থেকে উত্তম পন্থা হলো বিনিয়োগ প্রকল্প। প্রত্যেক মাসের নির্দিষ্ট সঞ্চয় যদি আপনি বিনিয়োগ করেন তাহলে বিনিয়োগের মেয়াদ শেষে আপনার হাতে সুখ সমেত আসল বিনিয়োগের টাকা আপনি ফেরত পাবেন।
বিনিয়োগ প্রকল্প:- আজকে পোস্ট অফিসের যে বিনিয়োগ স্কিম নিয়ে আলোচনা করা হবে, সেটা হলো পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ) বিনিয়োগ স্কিম।
সুদের পরিমাণ:- কেন্দ্রীয় সরকার PPF এই প্রকল্পে ৭.১ শতাংশ বার্ষিক সুদ দিচ্ছে। অর্থাৎ বিনিয়োগ করলে আপনি নিশ্চিত রিটার্নের সাথে ভালো সুদের হার পাবেন।
বিনিয়োগের পরিমাণ:- এই স্কিমে আপনি সর্বনিম্ন ৫০০ টাকা এবং সর্বোচ্চ ১.৫ কোটি টাকা বিনিয়োগ করতে পারেন।
কিভাবে লাভজনক রিটার্ন পাবেন:- আপনি যদি প্রতিদিন ২৫০ টাকা করে বিনিয়োগ করেন। তাহলে এক মাসের শেষে আপনার মোট বিনিয়োগের পরিমাণ হবে ৭৫০০ টাকা। তাহলে বারো মাস অর্থাৎ ১ বছরে আপনার মোট বিনিয়োগের পরিমাণ হবে ৯০ হাজার টাকা। এবার আপনি যদি ১৫ বছর ধরে একই ভাবে প্রত্যেকদিন ২৫০ টাকা করে বিনিয়োগ করে আসেন তাহলে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ১৩.৫ লক্ষ টাকা। অন্যদিকে আপনার সুদের পরিমাণ ও বিনিয়োগ মিলিয়ে দাঁড়াবে ২৪.৪ লক্ষ টাকা।
এই সঞ্চয় প্রকল্প টি সবথেকে সুবিধা জনক হবে নিম্ন ও মধ্যবিত্তদের জন্য। যে সমস্ত ব্যক্তিরা একসাথে অনেক বেশি এমাউন্ট বিনিয়োগ করতে অসমর্থ হয়। তাদের জন্য অল্প অল্প করে প্রত্যেক দিন বিনিয়োগ করে 15 বছর পর একটি লাভজনক রিটার্ন হাতে আসবে। এর জন্যই এই বিনিয়োগ স্কিমটি নিম্ন মধ্যবিত্তদের জন্য একটি দুর্দান্ত সঞ্চয় প্রকল্প। আপনিও যদি এই প্রকল্পে বিনিয়োগ করতে ইচ্ছুক হন তাহলে আপনার নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে আরো ভালোভাবে বিস্তারিত তথ্য নিয়ে, বিনিয়োগ করে লাভজনক রিটার্ন পাওয়ার পথকে প্রশস্ত করুন।