Join Group Join Group
---Advertisement---

দেবীপক্ষের শুরুতেই সোনার দামে নিম্নগতি, আজ ২২ ও ২৪ ক্যারেটের মূল্য কত?

Published On: September 23, 2025
Follow Us
---Advertisement---

যেকোনো পুজো উৎসব মানেই সোনার গহনা কেনার একটা রেওয়াজ রয়েছে। এদিকে শারদ উৎসব এসে গিয়েছে। নিজেদেরকে উৎসবের মেজাজে সাজিয়ে তুলতে শাড়ির সাথে অনেকেই সোনার গহনা কিনে থাকেন। কিন্তু অনেকেই সোনার গহনার দাম দেখে কিছুটার পিছিয়ে আসেন। তবে একদিকে জিএসটির হার পরিবর্তন হওয়ার জন্য অনেক দ্রব্যের দাম অনেকটাই কমেছে। তবে যে কোন জিনিসের থেকে মূল্য যেভাবে দরদর করে বেড়ে চলেছে তার ফলে মধ্যবিত্তের আর সোনায় হাত দেওয়া যেন হয়েই ওঠেনা। কিন্তু উৎসব পার্বণে সোনার গহনা কেনার শখ অনেকেরই রয়েছে। তবে চিন্তার কিছু নেই, সোনার গহনার ক্রেতাদের জন্য রয়েছে খুশির খবর। যদিও মহালয়ার আগে সোনার দাম কিছুটা বেড়েছিল তবে হঠাৎ করে সোনার দামে নিম্ন গতি লক্ষ্য করা যাচ্ছে।

সোনার দামের ওঠা নামা প্রায় লেগেই থাকে। ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়তে দেখা দেয়।

মঙ্গলবার ২২ ক্যারেট সোনার মূল্য কত ছিল কলকাতায়:-
২২ক্যারেট ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম রয়েছে ১০ হাজার ২৭৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ২ হাজার ৭৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১০ লক্ষ ২৭ হাজার ৯০০ টাকা। অর্থাৎ প্রতি গ্রাম সোনা প্রতি ১০০ টাকা দাম কমেছে সোনার।

২৪ ক্যারেট সোনার মূল্য কত হয়েছে :-
২৪ ক্যারেট সোনার দাম ১ গ্ৰাম সোনার দাম ১১ হাজার ২১৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ১ লক্ষ ১২ হাজার ১৪০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১১ লক্ষ ২১ হাজার ৪০০ টাকা।

আরোও পড়ুন:- বাড়িতে বসেই বানিয়ে ফেলুন ড্রাইভিং লাইসেন্স, জেনে নিন ২০২৫ এর ড্রাইভিং লাইসেন্স আবেদনের সঠিক পদ্ধতি।

১৮ ক্যারেট সোনার দাম কত রয়েছে :-

দেবিপক্ষের শুরুতেই বাজারে ১৮ ক্যারেটে ১ গ্ৰাম সোনার দাম ৮ হাজার ৪১০ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৮৪ হাজার ১০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৮ লক্ষ ৪১ হাজার টাকা।
মঙ্গলবার সোনার মতন রুপোর দামেও নিম্নগতি লক্ষ্য করা গিয়েছে। ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ১৩ হাজার ৪৯০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ১ লক্ষ ৩৫ হাজার টাকা।

দাম কমার ফলে মধ্যবিত্তদের অনেকটাই সোনার কেনার ক্ষেত্রে স্বস্তি দেখা দিয়েছে। বিশেষ করে উৎসবের মরশুমে সোনার দাম কমাতে সোনা কেনায় অনেকে আগ্রহ প্রকাশ করছেন। বিশেষ করে দুর্গাপুজোর অষ্টমী এবং দশমীতেই অনেকে সোনার গহনা ও আটপৌরে শাড়িতে সাবেকিয়ানা তুলে ধরতে পছন্দ করেন। সোনার দাম একটু কমতেই এই ইচ্ছে ওকে দিচ্ছে অনেক মহিলার মনে। সোনার অলংকার মহিলাদের সৌন্দর্যকে আরো যেন বৃদ্ধি করে তোলে। এইজন্য যখনই সোনার দাম একটু পড়তে দেখা যায় তখনই মধ্যবিত্ত মানুষের মনে সোনা কেনার ইচ্ছেও বাড়তে শুরু করে। তাহলে আর দেরি কেন, পুজোর মরশুমে সোনার দাম কমার এই সুযোগকে কাজে লাগান।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now