Skip to content
sanjayvarma.in
  • Home
  • Jobs
  • Prakalpo
  • Scholarship

ইন্ডিয়া কোস্ট গার্ডের জন্য আবেদন শুরু, জেনে নিন আবেদন পদ্ধতি সহ অন্যান্য তথ্য

October 14, 2025 by sanjay varma

যে সমস্ত প্রার্থীরা ইন্ডিয়া কোস্ট গার্ডের বিভিন্ন পদের জন্য আবেদন করতে ইচ্ছুক রয়েছেন, তারা সুযোগ পাবেন এই পরীক্ষার মাধ্যমে অংশগ্রহণ করে আপনার স্বপ্ন সফল করতে। ভারতের বিভিন্ন জায়গা থেকে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে একাধিক পদে আবেদনের সুযোগ রয়েছে। এই চাকরি সংক্রান্ত অন্যান্য বিস্তারিত তথ্য জানার জন্য প্রতিবেদনটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন।

নিয়োগ সংস্থা: ইন্ডিয়া কোস্ট গার্ড মুম্বাই রিক্রুটমেন্ট

পদের নাম: একাধিক পদে নিয়োগ করা হবে। পদগুলি হলো :- ফায়ারম্যান, মাল্টি টাস্কিং স্টাফ ( পিওন), চৌকিদার, ইঞ্জিন ড্রাইভার, স্টোর কিপার এ সমস্ত পদে নিয়োগ করা হবে। যোগ্যতা অনুযায়ী আপনি যেকোনো একটি পদ নির্বাচন করে আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা: সমস্ত পদের জন্য মাধ্যমিক উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। শুধুমাত্র ইঞ্জিন ড্রাইভার পদে আবেদন করতে হলে মাধ্যমিক পাশের সাথে অটোমোবাইল ওয়ার্কশপে দুই বছরের এক্সপেরিয়েন্স থাকতে হবে।

বয়স সীমা: জেনারেল আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। ওবিসি ক্যাটাগরির আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে। তপশিলি জাতি ও উপজাতিদের আবেদন করতে হলে বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। অর্থাৎ সরকারি নিয়ম অনুযায়ী ওবিসিদের ৩ বছরের, তপসিলি জাতি ও উপজাতিদের ৫ বছরের বয়সের ছাড় দেওয়া হবে।

আরোও পড়ুন:- আপনি কি দিঘা যাওয়ার প্ল্যান করছেন? এদিকে ট্রেনে উঠলেই চরম ভোগান্তির শিকার যাত্রীরা, কেনো এই সমস্যা

দৈহিক মাপ: পুরুষ ক্যান্ডিডেটদের উচ্চতা হতে হবে ১৫৭ সেন্টিমিটার। মহিলাদের উচ্চতা হতে হবে ১৫২ সেমি।
নর্থ ইন্ডিয়ান অঞ্চল থেকে ক্যান্ডিডেট আবেদন করলে পুরুষের উচ্চতা হতে হবে ১৫০ সেমি। মেয়েদের উচ্চতা হতে হবে ১৪৮ সেমি।

বেতন কাঠামো: পদ অনুযায়ী বেতন স্কেল ভিন্ন রয়েছে।
বেতন স্কেল রয়েছে প্রত্যেক মাসে ১৯,৯০০ থেকে ৮১,১০০ টাকা পর্যন্ত।

আবেদন প্রক্রিয়া: আবেদন করার জন্য অনলাইন এবং অফলাইন দুটো মাধ্যমেই। অনলাইনে আবেদন করতে হলে আবেদনকারীকে indiancoastguard.gov.in এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর নিউ রেজিস্ট্রেশন ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এবার প্রদত্ত ইউজার আইডি দিয়ে লগ ইন করে আবেদন পত্র সঠিকভাবে পূরণ করে, উল্লেখিত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। এরপর সাবমিট অপশনে ক্লিক করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। আবেদন মূল্য নেই তাই পেমেন্ট জমা করার কোন ঝামেলা নেই।

নিয়োগ প্রক্রিয়া: লিখিত পরীক্ষা, ফিজিকাল টেস্ট, ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচিত করা হবে।
লিখিত পরীক্ষায় ৮০ টি প্রশ্ন দেওয়া হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস হবে। মোট পরীক্ষাতে ৮০ নম্বরের। সময় দেওয়া হবে ২ ঘন্টা। পরীক্ষার প্রশ্ন আসবে এই সমস্ত সাবজেক্ট গুলো থেকে :- ম্যাথ, জেনারেল ইংলিশ, জেনারেল এওয়ারনেস, মেন্টাল অ্যাবিলিটি।

আবেদন সময়সীমা: আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ২৫ সেপ্টেম্বর থেকে। আবেদন প্রক্রিয়া চলবে ১১ নভেম্বর পর্যন্ত।
যে সমস্ত প্রার্থীরা ইন্ডিয়ান কোস্ট গার্ডে ক্যারিয়ার শুরু করতে ইচ্ছুক, তারা অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনপত্র সম্পন্ন করুন। আবেদন প্রক্রিয়া সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানার জন্য ইন্ডিয়ান কোস্ট গার্ডের অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করুন তারপরে আবেদন করুন।

Categories Jobs Tags Indian Coast Guard, Indian Coast Guard apply online, Indian Coast Guard Apply Online 2025, Indian Coast Guard login, Indian Coast Guard Recruitment, ইন্ডিয়া কোস্ট গার্ড, ইন্ডিয়া কোস্ট গার্ড মুম্বাই রিক্রুটমেন্ট
দিঘায় ঘর বুকিং নিয়মে ১৮ + না হলে একটা ভুলে বেড়াতে যাওয়ার আনন্দ মাটি হবে।
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ২১ তম কিস্তির টাকা কবে পেতে চলেছে কৃষকরা? জেনে নিন বিস্তারিত।

Category

  • BEST BIKE
  • Jobs
  • Phone
  • Prakalpo
  • Scholarship
  • Today's news

Recent post

  • Privacy Policy
  • About Us
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
© 2025 sanjayvarma.in