Join Group Join Group
---Advertisement---

৫টি লো-ইনভেস্টমেন্ট বিজনেস আইডিয়া যা সবসময় লাভজনক

Published On: October 3, 2025
Follow Us
---Advertisement---

আজকের দিনে কোনো মানুষই অন্যের কাছে কাজ করতে চায় না আজ প্রতিটা মানুষের চাই যে নিজে একটা ব্যবসা শুরু করব আর কোথাও না কোথাও এই চিন্তাটা সঠিক। কারণ আজকের দিনে চাকরি পাওয়াটা খুবই দুষ্কর ব্যাপার। আপনি যদি কোম্পানির আন্ডারে জব করেন তাহলে আপনাকে সেই কোম্পানি থেকে ততদিনই রাখবে যতদিন কোম্পানির প্রয়োজন হবে তারপরে আপনাকে চাকরি থেকে বাতিল করে দেয়া হবে। কিন্তু আপনি যদি একটা নিজের বিজনেস করেন তাহলে হতে পারে বিজনেসের শুরুর দিকে কিছু সমস্যার সম্মুখীন। কিন্তু আপনার যখন ব্যবসাটা একটা সঠিক জায়গায় পৌঁছে যাবে তখন  আপনার  সেই ব্যবসা থেকে  পিছনে নিয়ে আসতে পারবে না। এখন সকলের মুখে একটাই প্রশ্ন আমরা তো বিজনেস করতে চাই বিজনেস করতে গেলে কম পুঁজিতে কোন ব্যবসাটা সেটা অল্প বিনিয়োগে বেশি অর্থ উপার্জন করা যাবে। চলুন দেখে নেয়া যাক সাতটি এমন বিজনেস আইডিয়া দেবো যা আপনাকে খুব উপকার করবে।

১) Local transportation Business: এটি হলো এমন একটি বিজনেস যেটা মানুষের কাছে খুবই জনপ্রিয় বলা যেতে পারে কারণ আমি একটা উদাহরণ দিচ্ছি আমাদের দেশে প্রায় ৩৬ কিলোমিটার নতুন রাস্তা তৈরি হচ্ছে। এবং নতুন নতুন রোড এবং হাইওয়ে প্রজেক্ট আসছে এতে লোকাল ট্রান্সপোর্ট  চাহিদা বেড়ে যাবে আর আজ মানুষ কোথাও না কোথাও পৌঁছাতে চাই তাও আবার কম টাকা খরচ করে অল্প সময়ের মধ্যে তার গন্তব্যস্থলে যেতে চাই কারণ এদের কারোর কাছে সময় নেই। তাই এই ব্যবসাটার কথা কেন বললাম আপনি একটি গাড়ি বাইক টোটো কিনে এই ব্যবসাটা শুরু করতে পারেন। এছাড়া এই বিজনেসের সব থেকে বড় দিক হলো বেড়ে চলা ডিমান্ড এর সঙ্গে আপনি আপনার এই ব্যবসাটি যেকোনো সময় স্কেল করতে পারেন। তাই আপনার কাছে যদি কিছু টাকা থাকে তাহলে আপনি একটি সেকেন্ড হ্যান্ড যানবাহন কিনে অনায়াসেই এই কাজটি করতে পারেন।

২) Recycling business: আপনি কি জানেন আমাদের দেশে যে সমস্ত প্লাস্টিক আবর্জনা প্লাস্টিক ফেলে দিই সেটা কতটা কাজের। ভারতের মতো দেশে প্রতি বছর ৬২ মেট্রিক টন এর বেশি সলিড ওয়েট প্রডিউস হয়। scrap uncle নামের একটি অ্যাপ আছে যেখানে আপনি প্লাস্টিক দ্রব্য বেচতে পারেন এবং ভালো টাকা ইনকাম করতে পারেন। আর পরবর্তী ওই কোম্পানি ওই স্ক্র্যাপ গুলি রিসাইকেল করে পুনরায় ভালো দামে বেচতে পারবে।আর আজকের দিনে এই কোম্পানিগুলো ২০০০ এর বেশি  SCRAP কালেক্ট করে আর প্রতিমাসে ৩০ থেকে ৪০ লক্ষ টাকা সেল করে। কথায় আছে যেটা আপনার কাছেই আবর্জনা সেটা অন্যজনের কাছেই একটি বিজনেস। 

আরোও পড়ুন:- PPF ও Fixed Deposit সুদের হার ঘোষণা করল কেন্দ্র সরকার, জেনে নিন নয়া রেট

৩) Distribution service: যেমন আপনারা জানেন ডেভলপ পপুলার কান্ট্রিতে পপুলেশন ডেনসিটি কিভাবে বেড়ে চলেছে। এমন পরিস্থিতিতে আপনি একটি সাকসেসফুল ডিস্ট্রিবিউশন সার্ভিস শুরু করতে পারেন। এফএম সিজি প্রোডাক্ট, ফুড প্রোডাক্ট, পারসোনাল কেয়ার প্রোডাক্ট, ভেজিটেবিল ইত্যাদি ব্যবসা শুরু করতে পারেন। কারণ এই ব্যবসা আপনি খুব অল্প পুজিতে শুরু করতে পারেন এবং এতে আপনার রিক্সকম থাকছে এবং লাভটা বেশি থাকছে।

৪) Dropshipping Business: এতক্ষণ আমি যে সমস্ত বিজনেস আইডিয়াগুলো আপনাদের দিলাম  সেগুলোতে সময় দিতে হবে আর আপনি যদি সময় না দিতে পারেন তাহলে কোন টাকায় ইনকাম করতে পারবেন না। আর ড্রপসিপিং কেবলমাত্র অনলাইন বিজনেস সেটাপ করার সবথেকে ভালো মাধ্যম। এর জন্য আপনাকে একটি অনলাইন স্টোর বানাতে হবে যেখানে আপনি প্রোডাক্টগুলো সাজিয়ে রাখতে পারবেন এবং যখন অর্ডার করবে তাকে তার নির্দিষ্ট ঠিকানায় অর্ডার অনুযায়ী তাকে ডেলিভারি করে দিতে পারবেন। এতে আপনার কম পুঁজিতে ব্যবসা শুরু করতে পারবেন অন আসে এবং এই ব্যবসায় আপনার কাছে কোন রিক্স থাকছে না এবং মানুষ এতে দরদামো করতে পারবেনা আপনি যে দাম ফিক্সড করে রাখবেন সেই দামেই নিতে হবে ক্রেতাকে। আর এর জন্য আপনি ফেসবুক ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রোডাক্ট গুলিকে শেয়ার করতে পারেন। এখন ইন্ডিয়াতে প্রচুর মানুষ এই ব্যবসা শুরু করে প্রতিমাসে ৫০ হাজার টাকা থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত অনায়াসে ইনকাম করতে পারে।

৫) টিউশন / অনলাইন কোচিং: Low investing ভারতে এই বিজনেস আইডিয়া সবচেয়ে জনপ্রিয় বলা যেতে পারে। এই ব্যবসাতে খুব কম খরচ লাগে এবং চাহিদা বহুগুণ বেশি। পড়াশুনার চাহিদা কখনোই কমেনা। শুধু আপনার স্কিল থাকা দরকার,স্কুল কলেজের বাইরে ছাত্র-ছাত্রীরা অতিরিক্ত গাইড খোজেন। আর আপনি যদি কোন ব্যানার বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করেন এবং অনলাইনের মাধ্যমে আপনি গাইড করতে পারেন। সেই সমস্ত ছাত্র-ছাত্রীদের। এই ব্যবসাটা আপনি অনলাইন অথবা অফলাইনের মাধ্যমে ও করতে পারেন। এতে আপনার কোন খাতা পেনের প্রয়োজন হয় না আর এতে আপনার নামের প্রচার বাড়বে। কিছুদিন পর দেখা যাবে আপনার কাছে কয়েক হাজার স্টুডেন্ট হয়ে গেছে এবং সেখানে আপনি এক এক জন স্টুডেন্ট এর কাছ থেকে যদি ৫০০ টাকা করেও নেন তাহলে আপনার 1000 টা স্টুডেন্টের কত টাকা ইনকাম হতে পারে আপনি একবার ভেবে দেখুন। 

সব আইডিয়াই ছোট পরিসরে শুরু করা যায় এবং ধীরে ধীরে বড় করা সম্ভব। আপনার দক্ষতা, আগ্রহ আর সময় অনুযায়ী একটি আইডিয়া বেছে নিয়ে যাত্রা শুরু করুন। আর এরকম বিজনেস আইডিয়া জানতে হলে আমাদের এই ওয়েবসাইটে নজর রাখুন প্রতিদিন আর আপনি চাইলে আমরা আপনাকে গাইড করতে পারব। 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now