রিজার্ভ ব্যাংকে বিভিন্ন বিভাগে ১২০ জন অফিসার পদে নিয়োগ করবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। গ্রেট বিপদে নিয়োগ করা হবে জেনারেল; ইকনমিক অ্যান্ড পলিসি রিচার্জ বিভাগ এবং স্ট্যাটিস্টিক এন্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট বিভাগে। পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র আছে ।
এখানে শূন্য পদে রয়েছে জেনারেল ৮৩ টি, তপশিলি জাতি ১৫ টি তপশিলি উপজাতি ছয়টি এবং ওবিসি ১৯ টি, আর্থিকভাবে অনগ্রসর ব্যক্তিদের জন্য রয়েছে আটটি ভ্যাকান্সি। তবে দৈহিক প্রতিবন্ধীদের জন্য এগারটি শূন্য পদ সংরক্ষিত থাকবে।
শিক্ষাগত যোগ্যতা:- এখানে বলা হয়েছে মোট অন্তত ৬০ শতাংশ (তপশিলি ও দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৫০ শতাংশ) নাম্বার সহ যেকোনো শাখায় স্নাতক।
বয়স:- ১/০৯/২০২৫তারিখ অনুযায়ী ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে আবেদনকারীকে। তপশিলিরা পাঁচ বছর ওবিসিরা তিন বছর দৈহিক প্রতিবন্ধীরা ১০ বছরের ছাড় পাবেন প্রাক্তন সমরকর্মীরা নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।
বেতনঃ- ৭৮৪৫০-১৪১৬০০ টাকা। সঙ্গে অনেক সুযোগ-সুবিধা পাবেন। প্রার্থী বাছাই করা হবে দুই পর্যায়ে পরীক্ষার মাধ্যমে।পরীক্ষা হবে যথাক্রমে ১৮ অক্টোবর ও ৬ ডিসেম্বরের মধ্যে। পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র গুলি হল কলকাতা বৃহত্তর কলকাতা আসানসোল কল্যাণী শিলিগুড়ি বর্ধমান দুর্গাপুর হুগলি হাওড়া।
আবেদনকারীকে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.rbi.org.in অনলাইনে দরখাস্ত করা যাবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। অনলাইন দরখাস্তের সময় প্রার্থীকে পাসপোর্ট নামের রঙিন ফটো সহ বাহাত্তের বুড়ো আঙ্গুলের ছাপ এবং হাতে লেখা ডিক্লারেশন। কেন করে আপলোড করতে হবে। অনলাইন ফর্ম যথাযথভাবে সাবমিট এরপর পুরন করা দরখাস্তের এক কপি সিস্টেম জেনারেটড নিয়ে নেবে।এটি কোথাও পাঠাতে হবে না নিজের কাছেই রাখবেন পরে প্রয়োজন হতে পারে।
দরখাস্ত ফি বাবদ দিতে হবে ৮৫০ টাকা (তপশিলি ও দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ১০০ টাকা লাগবে)। ডেবিট কার্ড বা মাস্টার কার্ড বা ইন্টারনেট ব্যাংকিং পেমেন্ট সার্ভিস এবং ক্যাশ কার্ড বা মোবাইল ওয়ালেটে বা ইউপিআই এর মাধ্যমে ফি জমা দেয়া যাবে। ফি জমার পরে সিস্টেম জেনারেটড ই-রিসিপ্টের একটি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি নিজের কাছে রেখে দেবেন পরে দরকার হবে।
এছাড়াও পরীক্ষার ধরনের সহ অন্যান্য বিষয় জানতে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনি জেনে নিতে পারেন।